॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার বালিয়াকন্দি উপজেলার জামালপুরে রেলওয়ের মাঠ দখল করে বিল্ডিং নির্মাণের প্রতিবাদে গতকাল ২৮শে ফেব্রুয়ারী বিকাল ৫টায় ঘন্টাব্যাপী বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সর্বস্তরের জনগন ও ফুটবল মাঠ রক্ষা কমিটির আয়োজনে মানববন্ধন চলাকালে জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলওয়ে মাঠ রক্ষা কমিটির সভাপতি শামিম মিয়া মোড়লের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাঠের সাবেক খেলোয়াড় মোঃ আলিনুর মোল্যা, মোঃ সিরাজুল ইসলাম চান্দু সরদার, সাবেক খেলোয়াড় আবু তৈয়ম মাসুম, রেলওয়ে মাঠ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শরিফ মিয়া আঙ্গুর ও সাবেক খেলোয়াড় আমিন মোল্যা প্রমুখ।
বক্তাগণ বলেন, বালিয়াকান্দি উপজেলার জামালপুরের ঐহিত্যবাহী এই মাঠে একসময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খোলোয়াড় তুহিন, বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় বাশার খানসহ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, রবিনসহ অসংখ্য খেলোয়াড় অংশগ্রহণ করেছে। যখন ক্রমশ খেলাধুলার জায়গা সংকুচিত হয়ে পড়ছে তখন রেল কর্তৃপক্ষ মাঠের পাশে অনেক জায়গা রেখে মাঠটি দখল করে বিল্ডিং নির্মাণের পাঁয়তারা করছে। রেল কর্তৃপক্ষ তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন না করলে আগামীতে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগন অংশগ্রহণ করে।