॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী বিসিকের আয়োজনে ৩দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। গতকাল ২৭শে ফেব্রুয়ারী বেলা ১২টায় বিসিক কার্যালয়ের সভাকক্ষে বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বিসিকের সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ৩দিনব্যাপী এই শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে ৫০জন যুবক ও যুব মহিলা আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন কৃষি ব্যাংক রাজবাড়ী শাখার ব্যবস্থাপক রাশেদ আফজাল, মূখ্য আঞ্চলিক কর্মকর্তা অনন্ত কুমার ভৌমিক এবং সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইলেকট্রিক বিভাগের চীফ ইন্সট্রাক্টর সাজ্জাদ হোসেন মৃধা।
বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফরহাদ হোসেন জানান, যুবক ও যুব মহিলারা তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিসিকের উদ্যোগে ৩দিনব্যাপী শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে তারা নিজেদের মেধা ও শ্রম দিয়ে ক্ষুদ্র শিল্প মাধ্যম গড়ে তুলবে। এতে যেমন বেকারত্ব দূর হবে তেমনি যুব সমাজ হবে দক্ষ, নিষ্ঠাবান ও কর্মঠ।