॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপিতে বেসরকারী উন্নয়ন সংস্থা এফএইচ এসোসিয়েশনের কম্প্রিহেনসিভ ফ্যামিলি এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন প্রোগ্রামের আওতায় সংস্থার হাবাসপুর সিএফসিটি এরিয়া ও চরঝিকড়ী এফএইচ এসোসিয়েশনের প্রশিক্ষণ সেন্টারে লক্ষিত দলের ২০জন সদস্যের সমন্বয়ে পারিবারিক আয়বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত সোমবার ও মঙ্গলবার দু’দিনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এফএইচ এসোসিয়েশনের এরিয়া ম্যনেজার পরিতোষ বাড়ৈ-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, বিশেষ অতিথি হাবাসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম ও এফএইচ এসোসিয়েশনের আঞ্চলিক প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ ঝরনা খাতুন বক্তব্য রাখেন। একই অনুষ্ঠানে এফএইচ এসোসিয়েশন কর্তৃক শিক্ষা কার্যক্রমের আওতায় অগ্নিদগ্ধ হয়ে আহত শিশু ফাতেমার চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ প্রদান করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন শহিদুল ইসলাম ও রাকিব হোসেন। অন্যান্যের মধ্যে এফএইচ এসাসিয়েশনের এনিমেটর আলফ্রেড, আশরাফুল আলম, নুরজাহান ও জলি খাতুনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।