॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী শিক্ষকদের কোচিং করানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, শিক্ষকরা দায়িত্ব সহকারে পাঠদান করলে কোচিংয়ের প্রয়োজন হয় না।
গতকাল ২৬শে ফেব্রুয়ারী দুপুরে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বি.এম.বি.সি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, কোন শিক্ষক যদি নিয়ম বহির্ভূতভাবে কোচিং-এর সাথে জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃদুল চন্দ্র বিশ^াস, সহকারী প্রধান শিক্ষক রমেন্দ্র নারায়ণ রায় প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসককে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।