॥রফিকুল ইসলাম॥ জাটকা সংরক্ষণ সপ্তাহ (২৪শে ফেব্রুয়ারী-২রা মার্চ) উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত রাজবাড়ী জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে গতকাল ২৪শে ফেব্রুয়ারী সকাল ১০টায় গোদার বাজার ঘাটে নৌকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও পরে বর্নাঢ্য নৌ-র্যালী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী। আরও বক্তব্য রাখেন রাজবাড়ী কালেক্টরেটের এনডিসি মোঃ তৌহিদুল ইসলাম।
এ সময় জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদ, গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ, কালুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, মৎস্য বীজ খামার উৎপাদন খামারের ব্যবস্থাপক মোঃ লতিফুর রহমান, সদর উপজেলা আনসার-ভিডিপির ইন্সপেক্টর খানে আলম খান এবং মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শামীমা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। ইলিশকে দিয়েই বিশ্বের বুকে বাংলাদেশের পরিচয়। দেশব্যাপী এই জাটকা সংরক্ষণ সপ্তাহ ইলিশ সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত অক্টোবরে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হয়। তখনকার মা ইলিশের সেই পোনাগুলোই আজকে জাটকায় পরিণত হয়েছে। এই জাটকা সংরক্ষণ করতে না পারলে আগের ওই অভিযান ব্যর্থ হবে, ইলিশের উৎপাদন কমে যাবে। আজকে আমরা মৎস্য সম্পদ উৎপাদনে বিশ্বের মধ্যে ৪র্থ স্থানে রয়েছি, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি সম্মিলিতভাবে জাটকা সংরক্ষণ সপ্তাহ সফল করার আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠান শেষে গোদার বাজার ঘাট থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত অর্ধ-শতাধিক ইঞ্জিন চালিত নৌকার অংশগ্রহণে বর্নাঢ্য নৌ-র্যালী অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘জাটকা ধরে করবো না শেষ, বাঁচবে জেলে হাসবে দেশ’।