মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

চাকুরী প্রদানের লক্ষ্যে রাজবাড়ীতে প্রথমবার অনুষ্ঠিত হলো জব ফেয়ার

  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

॥আসহাবুল ইয়ামিন রয়েন/রফিকুল ইসলাম॥ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন(আইএলও) পরিচালিত বি-সেপ প্রকল্পের অর্থায়নে আয়োজিত ক্যারিয়ার গাইডেন্স এন্ড কাউন্সেলিং (সিজেএন্ডসি) এবং এমপ্লয়মেন্ট সাপোর্ট সার্ভিস(ইএসএস) কার্যক্রমের অংশ হিসেবে গতকাল ২২শে ফেব্রুয়ারী রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গনে প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ গ্রাজুয়েটদের বিভিন্ন শিল্প-কল কারখানায়/সংস্থায় চাকুরী প্রদানের লক্ষ্যে ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়।
জব ফেয়ারের অনুষ্ঠানমালার মধ্যে ছিল সকাল ৯টায় চাকুরী প্রার্থীদের রেজিস্ট্রেশন, ১০টায় বিভিন্ন স্টলে চাকুরী প্রার্থীদের বায়োডাটা সাবমিশন, বেলা ১১টায় সেমিনার এবং দুপুর ২টায় চুড়ান্ত চাকুরী প্রার্থীদের তালিকা ঘোষণা ও সমাপনী অনুষ্ঠান।
মোবাইল ফোনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী(কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) আলহাজ্ব কাজী কেরামত আলী।
কারিগরী শিক্ষা অধিদপ্তরের পরিচালক(ভকেশনাল) মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী এবং বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক ও জেলা চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ জাকির হোসেন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌ. নুর উদ্দিন আহমদ।
এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে বিশ্বব্যাংকের কমিউনিকেশন প্রজেক্টের কনসালটেন্ট মোঃ জিল্লুর রহমান, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের প্রতিনিধি লেকসাস সিজম, বিভিন্ন শিল্প কারখানার পক্ষে গোল্ড এশিয়া জুট মিলস লিঃ এর জেনারেল ম্যানেজার(টেকনিক্যাল) মোঃ নাসির উদ্দিন আহম্মেদ, মামুন গ্রুপের জেনারেল ম্যানেজার আবুল হাসেম, গোয়ালন্দ গ্রুপের মোঃ শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী গ্রন্থাগারিক মোঃ সোহেল মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, বর্তমানে দেশের উন্নয়নসহ আন্তর্জাতিক শ্রম বাজরে টিকে থাকতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। সুতরাং আমাদের ভবিষ্যত প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বক্তব্য পর্বের জব ফেয়ারে ভকেশনাল পাশ করা শিক্ষার্থীরা তাদের সিভি জমা দেন। তাদের মধ্য থেকে প্রায় ৮০ জন শিক্ষার্থীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!