মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট সময় শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ “খেলাধুলার চর্চা করি, মাদকমুক্ত গোয়ালন্দ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮ শুরু হয়েছে।
গতকাল ১৫ই ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। উপজেলা ক্রীড়া সংস্থা এ টর্নামেন্টের আয়োজন করে। মোট ৩২টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র কোমল কুমার সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ, গোয়ালন্দ ভিক্টর ভিডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুহুল আমিন, মোস্তফা মেটালস-এর পরিচালক সেলিম মুন্সী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন ও এফকে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ ফকীর আব্দল কাদের প্রমুখ।
খেলা পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব প্রপার হাইস্কুলের সহকারী শিক্ষক আব্দুল মাজেদ শেখ, চৌধুরী মাহাবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত হোসেন ও তেনাপচা কাজী মোনাক্কা বেগম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রথম আলো বন্ধুসভার ক্রীড়া সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মিলন।
মাহফুজুর রহমান মিলন জানান, প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে ১৬টি দলের অংশগ্রহণে ৮টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলায় বিজয়ীদের নিয়ে সেমিফাইনাল এবং পরবর্তীতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলায় ৮টি ম্যাচের মধ্যে গোয়ালন্দ ফুটবল একাডেমী বনাম ব্যাডমিন্টন বয়েজ, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ বনাম আলোর দিশারী ক্লাব, দোলন চাপা বনাম ইসম্যাস বয়েজ, চৌধুরী আব্দুল হামিদ একাডেমী বনাম শুকতারা ক্লাব, গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম ডিগ্রী কলেজ বনাম সূর্য্যমূখী ক্লাব, কায়েস স্মৃতি ক্লাব বনাম রেলগেট ক্লাব, গোয়ালন্দ হাসপাতাল বনাম গোয়ালন্দ ক্রিকেট প্রেমী ক্লাব ও নীল আকাশ বনাম বিসমিল্লাহ কৃষি ভান্ডারের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!