॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’-এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে গতকাল ১লা জানুয়ারী সকাল সাড়ে ১০টায় পাঠ্য পুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
টেলিফোনে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।