Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত দুই বিক্রেতার কারাদন্ড॥১জনের বিরুদ্ধে মামলা

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ীতে মাদক বিরোধী টাস্কর্ফোস টিমের অভিযানে ৫০পিচ ইয়াবাসহ গ্রেফতারকৃত দুই মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গত ১১ই ফেব্রুয়ারী সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ও সাদিয়া শাহনাজ খানম এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মৃত আজগর আলী মন্ডলের ছেলে মাসুদ রানা (৩৫) ও চরলক্ষীপুর নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ(২৩)। এদের মধ্যে মাসুদকে ৯মাসের ও রহিমকে ৬ মাসের বিনাশ্রম করাদন্ড দেয়া হয়।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, গত ১১ই ফেব্রুয়ারী বিকেলে মাদক বিরোধী টাস্কর্ফোস টিমের অভিযানে শহরের ভবানীপুরে একটি পুকুর চালা থেকে ৪০পিচ ইয়াবাসহ মাসুদকে ও চরলক্ষীপুর থেকে ১০পিচ ইয়াবাসহ রহিমকে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যার দিকে টাস্কফোর্স টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম ও সাদিয়া শাহনাজ খানম ভ্রাম্যমান আদালত গঠন করে মাসুদকে ৯মাসের ও রহিমকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এরপর টাস্কফোর্স টিমের অপর অভিযানে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম এলাকা থেকে ৫ বোতল ফেনসিডিলসহ মহিম উল ইসলাম ওরফে রুবেল নামের আরো এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। সে শহরের ১নং বেড়াডাঙ্গার নুরুল ইসলামের ছেলে।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় মাদক আইনে মামলা করা হয়। গতকাল ১২ই ফেব্রুয়ারী আদালতের মাধ্যমে রুবেলকে কারাগারে পাঠানো হয়।