॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ীসহ ঢাকা বিভাগের ১৭টি জেলার জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে মিলিত হলেন ঢাকা বিভাগীয় কমিশনার এম.বজলুল করিম চৌধুরী।
গতকাল ১১ই ফেব্রুয়ারী বিকেলে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ শওকত আলীসহ অন্যান্য জেলা প্রশাসকগণ এতে অংশ নেন। ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়াসহ শিক্ষার বিভিন্ন বিষয়, শিশু, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সাদেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রকিব উদ্দিন, সদর উপজেলা প্রকৌশলী স্বপন কুমার গুহ, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আতাহার আলী ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তবে ভিডিও কনফারেন্সের শেষের দিকে বিভাগীয় কমিশনারের দিক-নির্দেশনামূলক বক্তব্যের শুরুতেই বিদ্যুৎ চলে যাওয়ায় অনুষ্ঠান বিঘিœত হয়। প্রায় আধা ঘন্টা পর বিদ্যুৎ এলেও ততক্ষণে কনফারেন্স শেষ হয়ে যায়।