॥স্টাফ রিপোর্টার॥ মাইকের যন্ত্রণায় রাজবাড়ী শহরবাসী অতীষ্ঠ হয়ে পড়েছে। সকাল থেকে রাত ৮/৯টা পর্যন্ত লাগামহীন মাইকিংয়ে শব্দ দুষন হলেও দেখার কেউ নেই। ফলে তাদের দৌরাত্ম বেড়েই চলেছে।
সবচেয়ে বেশী ভোগাচ্ছে বিভিন্ন ক্লিনিকের ডাক্তারদের প্রচারণা চালিয়ে করা মাইকিং। তাদের সার্টিফিকেট, ডিগ্রীর উল্লেখপূর্বক রোগীদের আহবান জানিয়ে করা উচ্চ শব্দের একঘেয়েমী মাইকিংয়ের পাশাপাশি রয়েছে বিভিন্ন পণ্যের, ওয়াজ-মাহফিলের, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির, হারানো, মৃত্যুর, মিছিল-মিটিং-সমাবেশের, এমনকি গরু-মহিষ জবাইয়ের মাইকিং পর্যন্ত।
রাজবাড়ী শহরের প্রধান প্রধান সড়কের পাশাপাশি বাজার-ঘাটসহ আবাসিক ও বানিজ্যিক এলাকাগুলোতে ঢুকেও চলছে অবাধ মাইকিং। এভাবে লাগাতার উচ্চ শব্দের মাইকিংয়ের ফলে ব্যাপক শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালতসহ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের কার্যক্রমে বিঘœ সৃষ্টি হলেও দুর্ভাগ্যজনকভাবে দেখার কেউ নেই।
ভুক্তভোগী শহরবাসীর আশা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তাদের দুর্ভোগ লাঘব করবেন।