॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা প্রগতিশীল বাম রাজনীতিবিদ কমরেড কমল কৃষ্ণ গুহের ৭০তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১লা জানুয়ারী রাতে সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকার লেখক ও পাঠক গোষ্ঠীর আয়োজনে রাজবাড়ী রেলস্টেশন সংলগ্ন পত্রিকাটির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পত্রিকার অনুসন্ধান পত্রিকার সম্পাদক আবু আশরাফুল মাসুদ বাবু মল্লিক।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমরেড কমল কৃষ্ণ গুহের সহধর্মিনী সবিতা চন্দ্র গুহ।
আলোচনা সভায় কমরেড কমল কৃষ্ণ গুহের জীবনীর ওপর স্মৃতি চারণ করেন আসাদুজ্জামান চৌধুরী বাবলা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক আজিজুল হাসান খোকা, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুল হক, জেলা জাসদের(আম্বিয়া গ্রুপ) আহবায়ক স্বপন কুমার দাস, গণতান্ত্রিক আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডঃ মাহাবুবুর রহমান, সুশান্ত রায়, প্রভাত দাস বিষ্ণু, মহিতুর জামান বেলাল, আঃ সাত্তার মন্ডল, আঃ মাজেদ রোকন, চিত্ত বাবু ও সেজুতি প্রমুখ।
আলোচনা সভায় সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সুমন বিশ্বাস।