সোমবার, ১৩ মে ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন-নগদ অর্থ বিতরণ করলেন এমপি

  • আপডেট সময় শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম।
গতকাল ৮ই ফেব্রুয়ারী দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪৪টি পরিবারের মাঝে তিনি ১বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে এবং বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থ বছরের বরাদ্দ থেকে উপজেলার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত, ভিটামাটিহীন ও প্রাকৃতিক দুর্যোগকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত ৭৩ জনের মধ্যে ১৫ জনকে ৪ হাজার ও ৫৮ জনকে ৩হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হারুন-অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আঃ হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম মিয়া সুফি, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ সালাম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সর্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!