॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়ব সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রাশাসনের আয়োজনে গতকাল ২রা ফেব্রুয়ারী সকালে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্ত্বর থেকে বর্নাঢ্য র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আব্দুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মুন্সি মুজিবুর রহমান ও কাদেরীয়া বেকারীর মালিক ফরিদ হোসেন মোল্লা প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বাজার পরিদর্শক, ব্যবসায়ী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতিসহ অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কারণ আমাদের এই জনবহুল দেশে অল্প জায়গায় অধিক ফসল ফলানোর জন্য বিভিন্ন ধরনের কীটনাশকসহ বিভিন্ন সার প্রয়োগ করা হয়। যার ফলে আমরা বিভিন্ন ধরনের মারাত্মক রোগের সম্মুখীন হচ্ছি। এ ছাড়াও আমরা বাজার থেকে যে খাদ্যদ্রব্য ক্রয় করছি তাতে অধিক মুনাফার জন্য অসাধু ব্যবসায়ীরা ভেজাল ও ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরী করছে। আমাদের এই নিরাপদ খাদ্যের জন্য সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। আমরা যদি জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধে সরকার কর্তৃক প্রণীত আইনের সঠিক প্রয়োগ করি তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত দেশের মত নিরাপদ খাদ্য ব্যবস্থা তৈরী করা সম্ভব হবে।
আলোচনা সভায় রাজবাড়ী বাজারে মিষ্টির দাম অন্য জেলার তুলনায় অধিক বলে এই মিষ্টির দাম সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।