Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা ইজতেমায় অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীর জুম্মার নামাজ আদায়

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা ইজতেমার দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীর অংশগ্রহণে ইজতেমা ময়দানে পবিত্র জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী মারকাজ মসজিদের ইমাম মাওলানা মোঃ ইমদাদুল্লাহ জুম্মার নামাজে খুতবা পাঠসহ জামাতের ইমামতি ও মোনাজাত করেন। জুম্মার নামাজে রাজবাড়ী জেলা ও পাশ্ববর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীর পেশার হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়।
আজ ৩রা ফেব্রুয়ারী আখেরী মোনাজাতের মাধ্যমে প্রথমবারের মত আয়োজিত জেলা ইজতেমা সমাপ্ত হবে। আখেরী মোনাজাতে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে আয়োজকরা মনে করছেন।
উল্লেখ্য, তাবলীগ জামাতের উদ্যোগে গত ১লা ফেব্রুয়ারী ভোরে ফরিদপুরের মাওলানা মেজবাউল করিমের আমবয়ানের মধ্য দিয়ে রাজবাড়ীতে ৩দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়।
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর মৌজার(কামালদিয়ার পাশে) রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের(টিটিসি’র) বিপরীতে প্রথমবারের মতো ইজতেমার আয়োজন করা হয়।
ইজতেমার আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এওবং জেলা পুলিশের পক্ষ থেকে ৩স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইজতেমা ময়দানে একটি মেডিকেল টিম কাজ করছে।