রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা ইজতেমায় অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীর জুম্মার নামাজ আদায়

  • আপডেট সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা ইজতেমার দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীর অংশগ্রহণে ইজতেমা ময়দানে পবিত্র জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী মারকাজ মসজিদের ইমাম মাওলানা মোঃ ইমদাদুল্লাহ জুম্মার নামাজে খুতবা পাঠসহ জামাতের ইমামতি ও মোনাজাত করেন। জুম্মার নামাজে রাজবাড়ী জেলা ও পাশ্ববর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীর পেশার হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়।
আজ ৩রা ফেব্রুয়ারী আখেরী মোনাজাতের মাধ্যমে প্রথমবারের মত আয়োজিত জেলা ইজতেমা সমাপ্ত হবে। আখেরী মোনাজাতে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে আয়োজকরা মনে করছেন।
উল্লেখ্য, তাবলীগ জামাতের উদ্যোগে গত ১লা ফেব্রুয়ারী ভোরে ফরিদপুরের মাওলানা মেজবাউল করিমের আমবয়ানের মধ্য দিয়ে রাজবাড়ীতে ৩দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়।
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর মৌজার(কামালদিয়ার পাশে) রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের(টিটিসি’র) বিপরীতে প্রথমবারের মতো ইজতেমার আয়োজন করা হয়।
ইজতেমার আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এওবং জেলা পুলিশের পক্ষ থেকে ৩স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইজতেমা ময়দানে একটি মেডিকেল টিম কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!