॥স্টাফ রিপোর্টার॥ দুই দিনের সরকারী সফরে আজ ১৭ই জানুয়ারী রাজবাড়ীতে আসছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রাজবাড়ীর কৃতি সন্তান এম.বজলুল করিম চৌধুরী।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, ঢাকা বিভাগীয় কমিশনার এম. বজলুল করিম চৌধুরী আজ বেলা ১১টায় রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌঁছাবেন। এরপর সাড়ে ১১টায় জেলা প্রশাসনে কর্মরত প্রশাসন ক্যাডারের (উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার-ভূমিসহ) কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। এরপর দুপুর আড়াইটায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের অফিস প্রধানদের সাথে মতবিনিময়ের পর জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করবেন।
সন্ধ্যা ৭টায় তিনি জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের পর রাজবাড়ী সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন।
আগামীকাল ১৮ই জানুয়ারী সকাল সাড়ে ৯টায় তিনি রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সকাল ১০টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয় পরিদর্শনের পর বেলা ১১টায় কালেক্টরেট কোয়ালিটি স্কুলের উদ্বোধন করবেন। সাড়ে ১১টায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সুধীবৃন্দ ও শিক্ষকদের সাথে মতবিনিময়ের পর দুপুর ২টায় ঢাকার উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করবেন।
উল্লেখ্য, ঢাকা বিভাগীয় কমিশনার পদে ২০১৭ সালের গত ২৪শে আগস্ট নিয়োগ পান রাজবাড়ীর কৃতি সন্তান শহরের ধুঞ্চি গ্রামের মরহুম রেজাউল করিম চৌধুরীর পুত্র বিসিএস(প্রশাসন) ক্যাডারের ৭ম ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত সচিব এম.বজলুল করিম চৌধুরী। বিভাগীয় কমিশনার হিসাবে দায়িত্ব পালনের সাড়ে ৪মাসের মধ্যে এবারই প্রথম তিনি রাজবাড়ী সফরে আসছেন।