॥স্টাফ রিপোর্টার॥ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ৫ই জানুয়ারী রাত ৮টার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আদিবাসী পাড়া মন্দির প্রাঙ্গনে স্থানীয় আদিবাসী ও ঋষি সম্প্রদায়ের শতাধিক মানুষের মধ্যে এবং রাত সাড়ে ১১টায় রাজবাড়ী শহরের বড়পুল, নতুন বাজার ও রেলস্টেশন এলাকায় দেড় শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করেন।
কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে কম্বল বিতরণকালে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ নাজমুল ইসলাম, জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম ভুঁইয়া খায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকসেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সমাজসেবী ইঞ্জিঃ মনিরুজ্জামান খান এবং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আঃ করিম মোল্লাসহ স্থানীয় সুধীবৃন্দ ও আওয়ামী লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণের পূর্বে আদিবাসী ও ঋৃষি সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের জন্য কাজ করছেন। তিনি সবসময় দরিদ্র-দুঃস্থ মানুষের খোঁজ-খবর রাখেন। তাদের পাশে দাঁড়ানোসহ সার্বক্ষণিক তদারকির জন্য তিনি জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন। শুধু এই শীতবস্ত্রই নয়, যখন যে ত্রাণ সহায়তা বা অনুদান পাওয়া যাবে তা সুষ্ঠুভাবে দরিদ্র, দুঃস্থ, অবহেলিত মানুষের মধ্যে বিতরণ করা হবে।
উল্লেখ্য, এরআগে জেলা প্রশাসক মোঃ শওকত আলী গত ৪ঠা জানুয়ারী দিনগত মধ্যরাতে রাজবাড়ী রেলস্টেশন, শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও গোদার বাজার ঘাটে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন। রাজবাড়ীতে তার সাথে কম্বল বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান ও কালেক্টরেটের এনডিসি মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।