॥তন্ময় কুমার॥ রংপুরের হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে অগ্নি সংযোগ, লুটপাট ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গতকাল ২০শে নভেম্বর বিকেলে রাজবাড়ী জেলা জাসদের(আম্বিয়া) উদ্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
এতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজবাড়ী জেলা শাখার আহবায়ক স্বপন কুমার দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, বাংলাদেশ আওয়ামীলীগ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সভাপতি আশোক কুমার বাগচী, রাজবাড়ী প্রগতিশীল গণআন্দালনের অন্যতম নেতা ফকির শাহাদাত হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠী রাজবাড়ী জেলা শাখার সদস্য ধীরেন্দ্র নাথ দাস প্রমুখ বক্তব্য দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমাদের এ বাংলাদেশ একটি অসম্প্রদায়িক ও শান্তিপ্রিয় রাষ্ট্র। এ রাষ্ট্রে সাম্প্রদায়িক উস্কানী দিয়ে দেশের সুনাম ক্ষুন্নের পাশাপাশি সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে জামায়াত শিবিরসহ উগ্র মৌলবাদী ও স্বাধীনতা বিরোধীরা।