॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল ২০শে নভেম্বর সকালে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-২(আরইআরএমপি-২) শীর্ষক প্রকল্পের আওতায় দুঃস্থ নারী কর্মীদের আয় বর্ধকমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা, উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার, পাংশা উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল ইসলাম ও রাজবাড়ী এলজিইডি’র ট্রেনিং অফিসার মোঃ সামসুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে যশাই ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, ইউপি সচিব মোঃ নাসির উদ্দিন, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, পাংশা উপজেলা প্রকৌশল অফিসের সিও মোঃ নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। যশাই, হাবাসপুর, বাহাদুরপুর ও বাবুপাড়া ইউপির ৪০জন নারী কর্মী প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। পাংশা উপজেলা প্রকৌশল অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে।