॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, যারা হত্যার রাজনীতি করে তারা কোন দিনই ক্ষমতায় আসতে পারবে না। হত্যার রাজনীতি করে ক্ষমতায় আসা যায় না। আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে না।
গতকাল ৩রা নভেম্বর বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সকল সংগঠনকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, সহ-সভাপতি ও পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, যুগ্ম-সম্পাদক এডভোকেট শফিকুল আজম মামুন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস.এম নওয়াব আলী, আইন বিষয়ক সম্পাদক এডঃ উমা সেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ অহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি, জেলা যুব মহিলালীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন মলি, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন শিকদার, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শওকত হাসান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কার ও জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় উপস্থাপনা করেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডঃ মোঃ শফিকুল হোসেন।
এরআগে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে কালো ব্যাচ ধারণ, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনির্মিত করণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।