॥শিহাবুর রহমান॥ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ীয়ার চর থেকে গত ১লা নভেম্বর রাত পৌনে ৯টার দিকে একটি ওয়ান শুটার গান ও ১টি গুলিসহ চরমপন্থী দলের সদস্য বাবুল মোল্লা (৪৮)কে থানা পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে রাজবাড়ী ও পাংশায় ৩টি হত্যা মামলা রয়েছে। সে হরিণবাড়ীয়ার চরের মজিদ মোল্লা ওরফে মজি মোল্লার ছেলে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকীর জানান, গ্রেফতারকৃত বাবুল মোল্লার বিরুদ্ধে পাংশা থানায় ২টি ও রাজবাড়ী থানায় ১টি মোট ৩টি হত্যা মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গত ১লা নভেম্বর রাতে গোপন সুত্রে খবর পাই বাবুল অস্ত্র ও গুলিসহ হরিণবাড়ীয়ার চর এলাকার হারুয়া গ্রামের তিন রাস্তার মোড়ে অবস্থান করছে। এ খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে সেখানে অভিযান চালানো হলে সে পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে একটি ওয়ান শুটার গান ও ১টি রাইফেলের গুলিসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বাবুল মোল্লার বিরুদ্ধে কালুখালী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক)(চ) ধারায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২রা নভেম্বর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।