॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে গতকাল সোমবার সিদ্ধ ডিম খাওয়ার সময় গলায় আটকে মিম আক্তারী(১) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের ডক ইয়ার্ড শ্রমিক নিজাম শেখের একমাত্র মেয়ে।
নিহত শিশুর চাচা মহির উদ্দিন জানান, গত রবিবার বিকেলে ছোট ভাই নিজামের স্ত্রী রাশেদা বেগম একমাত্র শিশু কন্যা মিমকে সাথে নিয়ে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালী বাজারের তার ভগ্নিপতি(বোন জামাই) নিজাম শেখের বাড়ীতে বেড়াতে যায় বেড়াতে যায়। গত সোমবার বেলা সাড়ে দশটার দিকে সংবাদ আসে মিমকে ডিম খাওয়ানোর সময় তা খাদ্য নালির পরিবর্তে শ্বাস নালিতে ঢুকে পড়লে সে অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে জরুরী ভিত্তিতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাৎক্ষনিকভাবে দ্রুত হাসপাতালে পরিবারের অন্যাদের সাথে ছুটে এসে জানতে পারি আমাদের আদরে ভাতিজি মিম মারা গেছে। রাশেদার কাছ থেকে জানতে পারি সকাল দশটার দিকে মিমকে একটি মুরগির ডিম সিদ্ধ করে খাওয়ানো হচ্ছিল। হঠাৎ করে গলায় আটকে গেলে প্রাথমিকভাবে অনেক চেষ্টা করে শ্বাস নিতে না পারায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা জাকির হোসেন জানান, বেলা পৌনে ১১টার দিকে মিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় উপস্থিত কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আশরাফুল ইসলাম শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।