এনজিও কেকেএস’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আয়োজনে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় গতকাল ২৬শে অক্টোবর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম। কেকেএস’র বালিয়াকান্দি শাখার ব্যবস্থাপক চন্দন কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অতিথিগণ তাদের বক্তব্যে এই ধরনের শিক্ষামূলক কাজের জন্য কেকেএস’কে ধন্যবাদ জানান এবং বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিটি ক্লাস রুমের পরিচ্ছন্নতার জন্য ১টি করে ডাস্টবিন ঝুড়ি প্রদান করা হয়। সেই সাথে বিদ্যালয় প্রাঙ্গণসহ আশেপাশের এলাকায় ৫০টি ফলদ, বনজ এবং ঔষধী গাছের চারা রোপন করা হয়। এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপনে বিদ্যালয়ের ১০০জন ছাত্রী অংশগ্রহণ করে। এই আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন কেকেএস’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর কর্মসূচী সংগঠক ফয়েজুল হক কল্লোল -প্রেস বিজ্ঞপ্তি।