॥এম. মনিরুজ্জামান॥ রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ‘আফাত আরা পারভীন স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে কলেজের মেধাবী ছাত্রীদের মাঝে বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল ২৫শে অক্টোবর কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং মেধাবী ছাত্রীদের হাতে বৃত্তির অর্থ ও ‘রাজবাড়ীর ইতিহাস ও ঐতিহ্য’ বইটি তুলে দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ক.ম সাখাওয়াত হোসেন, উপাধ্যক্ষ দিলীপ কুমার কর, শিক্ষক পরিষদের সেক্রেটারী গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, আফাত আরা পারভীন স্মৃতি পরিষদের সম্পাদক শাহ্ নেওয়াজ পারভেজ টুটুল।
উল্লেখ্য, কলেজের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় উত্তীর্ণ ছাত্রীদের প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্রীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়।