॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের প্রবীণ শিক্ষক চৌধুরী মোজাম্মেল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল ২২শে অক্টোবর বেলা সাড়ে ১১টায় নিজ বাড়ী পাইককান্দিতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। জানাযাতে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, জেলা পরিষদের সদস্য ও বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুর ইসলাম, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, সাবেক চেয়ারম্যান শাজাহান মিয়া টগর, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্যা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন ও বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম শওকত সিরাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাযার পূর্বে তার মরদেহ প্রাক্তন কর্মস্থল বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আনা হলে বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানান।
উল্লেখ্য, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চৌধুরী মোজাম্মেল হোসেন গত ২০শে অক্টোবর দুপুর ১টায় বার্ধক্যজনিত কারণে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪জন ছেলে ও ১জন মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
তার বড় ছেলে চৌধুরী মঞ্জুরুল কবির বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি, মেজো ছেলে চৌধুরী মাহফুজুর কবির জুয়েল পেশায় ব্যবসায়ী, সেজো ছেলে চৌধুরী লিংকন ও একমাত্র মেয়ে মৌসুমী কবিতা সুপ্রীম কোর্টের আইনজীবী এবং ছোট ছেলে চৌধুরী হিমেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।