॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ১৬ই অক্টোবর সকাল সাড়ে ৯টায় কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী এবং বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপারের প্রতিনিধি সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল। এ সময় রাজবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মোঃ তারিক কামাল এবং জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবসহ বিভিন্ন সরকারী দপ্তর ও প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, প্রতিটি শিশুর বেড়ে উঠা ও সামাজিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। সে বিষয়টি বিবেচনা করেই বর্তমান সরকার শিশুদের জন্য জাতির জনকের নামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও তার সহধর্মিনীর নামে বঙ্গমাতা বেগম ফাজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এতে শিক্ষার্থীদের তৃণমূল পর্যায় থেকে উপজেলা ও জেলা পর্যায় হয়ে বিভাগীয় ও জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণের সুযোগ রয়েছে।
সম্মানিত বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীদের কল্যাণ ও উন্নয়নে খুবই সচেতন। সেই কারণে তিনি দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি নারীদের কল্যাণে মাতৃত্বকালীন ভাতা, ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতা, বিধবা ভাতা, বয়ষ্ক ভাতাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদান করছেন। নারী ও পুরুষের মধ্যে যাতে বৈষম্য না থাকে সেই জন্য তিনি আজকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ফুটবল টুর্নামেন্টে ছেলেদের পাশাপাশি মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করে পৃথকভাবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফাজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন করেছেন। সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিনত করা সম্ভব হবে বলে তিনি উল্লে¬খ করেন।