সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কর্তৃপক্ষ নীরব॥এসএসসি টেস্ট পরীক্ষার মধ্যেই পাংশার বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে গাশ্মির মেলায় সার্কাস প্রদর্শনীর আয়োজন চলছে

  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে চলমান এসএসসির টেস্ট পরীক্ষার মধ্যেই গাশ্মির মেলায় দি গ্রেট রওশন সার্কাস পার্টির প্রদর্শনীর আয়োজন চলছে।
বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের গেটের সন্মুখ থেকে পুরো মাঠ জুড়ে সার্কাসের প্যান্ডেল তৈরীর কাজ চলছে জোরেশোরে। ইতিমধ্যে বাহাদুরপুর বাজারসহ আশপাশ এলাকায় মেলার দোকানপাট বসেছে। মেলায় দোকানপাট বসায় এবং সার্কাস প্রদর্শনীর আয়োজনকে ঘিরে বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠ ও বাহাদুরপুর বাজার সরগরম হয়ে উঠেছে। আজ রবিবার সার্কাস প্রদর্শনীর উদ্বোধনের আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন মেলা উদযাপন কমিটি।
জানাযায়, গত ১১ই অক্টোবর থেকে এসএসসির টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। শেষ হবে ২৫শে অক্টোবর। ২৪শে অক্টোবর পর্যন্ত দুপুর ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫শে অক্টোবর সকাল ১০টা হতে দুপুর ১টা এবং দুপুর ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি টেস্ট পরীক্ষার মধ্যে বিদ্যালয় সংলগ্ন মাঠ জুড়ে সার্কাস প্রদর্শনীর আয়োজন নিয়ে সচেতন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। প্রতিদিন বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় সার্কাস প্রদর্শনী চলবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!