॥শিহাবুর রহমান॥ জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী হরতালের প্রভাব পড়েনি রাজবাড়ীতে। গতকাল ১২ই অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক থাকলেও মাঠে ছিল না দলের নেতাকর্মীরা। তাই সকাল থেকেই অন্য দিনের মতো স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ক্লাস। অফিস পাড়াতেও চলছে দৈনন্দিন কার্যক্রম। ফলে হরতালেও স্বাভাবিক ছিল রাজবাড়ীর প্রত্যাহিক জীবনযাত্রা।
হরতালে কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। দেখা যায়নি জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মীকেও। তবে অতিরিক্ত পুলিশ মোতায়ন লক্ষ্য করা গেছে জেলা বিএনপির কার্যালয়ের গলিতে।
এদিকে জামায়াত-শিবির মাঠে না থাকলেও সকালে শহরে হরতালের বিপক্ষে মোটর সাইকেলে মিছিল করেছে ছাত্রলীগ। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব। হরতাল শেষে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।