॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় গতকাল ৯ই অক্টোবর দুপুরে কৃষি প্রনোদনা কর্মসূচী রবি ও খরিপ-১/২০১৭-১৮ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ(বীজ ও সার) বিতরণ করা হয়েছে।
কালুখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাঈম-আস সাকিব।
বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম ও রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা বক্তব্য রাখেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাছিদুর রহমান। অনুষ্ঠানে উপজেলার ১১০জন কৃষকের মাঝে জন প্রতি ১কেজি বারী ১৪ সরিষার বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
সভায় বক্তাগণ্য বলেন বিজ্ঞান ভিত্তিক চাষাবাদের মাধ্যমে দেশে উন্নত বীজ ও সার ব্যবহার করে কৃষি খাতকে আরো উন্নয়ন করা হচ্ছে। সেই সাথে দেশের সকল কৃষককে সরকারের সার্বিক সহযোগিতার মাধ্যমে দেশে উন্নত মানের ফসল ফলানো জন্য সরকারের শতভাগ চেষ্টা রয়েছে। কারণ বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয়। তাই দেশের সকল কৃষককে আন্তরিক হয়ে কৃষি খাতকে উন্নত করার আহবান রাখেন।