শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণকারী ৩জন কর্মচারীর স্ত্রীকে অনুদানের চেক হস্তান্তর

  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণকারী ৩জন সরকারী কর্মকর্তা ও কর্মচারীর প্রত্যেকের পরিবারকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ৮লক্ষ টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল ৮ই অক্টোবর দুপুরে জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার অফিস থেকে এ অনুদানের চেক হস্তান্তর করেন।
অনুদানপ্রাপ্তরা হলেন ঃ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওমর আলীর স্ত্রী রাহিমা খানম, সড়ক ও জনপথ বিভাগের নক্সাকার সুবোধ কুমার রায়ের স্ত্রী রেবা মজুমদার এবং স্বাস্থ্য বিভাগের অফিস সহায়ক কবির সিকদারের স্ত্রী সাজেদ বেগম।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪/০৯/২০১৭ইং তারিখের ০৫.০০.০০০০.১২৩.০২.০৩০.১৭-১৭৪৬ নং স্মারকে তাদের অনুকূলে ৮লক্ষ টাকা করে মোট ২৪লক্ষ টাকার অনুদান বরাদ্দ করা হয়। এই অনুদান প্রদানের জন্য জেলা প্রশাসক মোঃ শওকত আলী জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ করে ছিলেন।
উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওমর আলী হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২০১৬ সালের ১৯শে সেপ্টেম্বর, সড়ক ও জনপথ বিভাগের নক্সাকার সুবোধ কুমার রায় স্ট্রোক করে একই বছরের ২৯শে ডিসেম্বর এবং স্বাস্থ্য বিভাগের অফিস সহায়ক কবির সিকদার বহরপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চাকুরীরত অবস্থায় ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!