॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক, শ্রীপুর মোল্লাবাড়ী জামে মসজিদের পেশ ইমাম এবং আল-গাজ্জালী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ ওলিউর রহমান(৪৭) আর নেই।
গতকাল ৭ই অক্টোবর ভোর ৪টা ৩৫মিনিটে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি—–রাজিউন)। জানাগেছে, তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। ডায়াবেটিসের কারণে রক্তের সুগার কমে গিয়ে হাইপো হওয়ায় তিনি অসুস্থ্য হয়ে পড়লে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল শনিবার বেলা ১২টায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কলিমাছি গ্রামের নিজ বাড়ীতে ১ম এবং বিকেল ৫টায় রাজবাড়ী শহরের রেলওয়ে ঈদগাঁহ ময়দানে ২য় জানাযার নামাজ শেষে তাকে ভবাণীপুর ২নং পৌর কবরস্থানে দাফন করা হয়।
জানাযার পূর্বে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুল হালিম, উপদেষ্টা মাওলানা মোঃ শিহাব উদ্দিন, সহ-সভাপতি ও পাংশার সেনগ্রাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ ইলিয়াছ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুল খালেক, আল-গাজ্জালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম ও মোল্লাবাড়ী জামে মসজিদ কমিটির পক্ষ থেকে আব্দুল আজিজ পিন্টু মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ হাফেজ মাওলানা মোঃ ওলিউর রহমানের কর্মময় জীবনের প্রশংসা করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। আলেম-ওলামাগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে হাফেজ মাওলানা মোঃ ওলিউর রহমানের বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী, ১ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই জেলা ইমাম কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে আলেম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এমপি’র শোক প্রকাশ ঃ রাজবাড়ী জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ ওলিউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
গতকাল ৭ই অক্টোবর এক শোক বিবৃতিতে তিনি গভীর শোক প্রকাশসহ মরহুম মাওলানা মোঃ ওলিউর রহমানের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। তার মৃত্যুতে জেলাবাসী একজন বিজ্ঞ আলেমকে হারালো বলেও তিনি উল্লেখ করেন।