॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৭শে সেপ্টেম্বর বেলা ১১টায় ইলিশ সম্পদ রক্ষার্থে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভা জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার প্রতিনিধি সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সাদেকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাজিনুর রহমান, গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদ ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, সহকারী জেলা শিক্ষা অফিসার সামসুন্নাহার চৌধুরী, বিআরডিবি’র উপ-পরিচালক আফসানা হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যগণ ও মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, আগামী ১লা অক্টোবর থেকে ২২শে অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ না ধরার জন্য সরকার নিষেধাজ্ঞা জারী করেছে। এই সময়ে ইলিশ না ধরার জন্য পদ্মা নদী সংলগ্ন রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় ব্যাপক প্রচারণা চালানো হবে। এই সময়ে যদি কেউ নদী থেকে ইলিশ ধরে বা বাজারে কোন মৎস্য ব্যবসায়ী ইলিশ বিক্রি করে তবে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে সরকারী আইন অনুযায়ী জেল ও জরিমানা করা হবে। এছাড়াও নদীতে ও বাজারে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। ইলিশ না ধরার কারণে এ সময় জেলেরা জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করার জন্য তিনি মৎস্য কর্মকর্তাকে তার মাধ্যমে সংশ্লি¬ষ্ট মন্ত্রণালয়ের অনুদান প্রদানের জন্য পত্র প্রেরণের নির্দেশ প্রদান করেন। এছাড়াও সভায় ইলিশ সম্পদ রক্ষাকল্পে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।