॥আশিকুর রহমান॥ ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে বখাটে ইব্রাহিম পাটোয়ারী (১৬)কে ছাত্রীদের সামনে কানে ধরে উঠ-বস করানো হয়েছে। গতকাল ১৯শে সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর তমিজ উদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বখাটে ইব্রাহিম পাটোয়ারী খানখানাপুর ইউনিয়নের ব্র্যাকপাড়া গ্রামের আব্দুল গফুর পাটোয়ারীর ছেলে।
খানখানাপুর তমিজ উদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল্লাহ্ বলেন, স্কুলে যাতায়াতের পথে আমাদের স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীকে উত্যক্ত করতো বখাটে ইব্রাহিম। গত ১৭ই সেপ্টেম্বর দুপুরে স্কুল থেকে ফেরার পথে ইব্রাহিম ওই ছাত্রীর হাত ধরে উত্যক্ত করে। এ সময় স্থানীয়রা ইব্রাহিমকে আটক করে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করে।
খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবুল কালাম ভূইয়া বলেন, ইব্রাহিমকে আটকের পর ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার জন্য তাকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। কিন্তু ইব্রাহিমের বয়স কম হওয়ায় ইউএনও তাকে খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম লালের হাতে হস্তান্তর করে স্থানীয়ভাবে বিচার করে দেওয়ার কথা বলেন।
গতকাল মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান মোঃ রেজাউল করিম লাল ইব্রাহিমের পরিবার এবং ওই ছাত্রীর পরিবারকে স্কুলে ডেকে আনেন। এ সময় সকলের উপস্থিতিতে ইব্রাহিমকে কানে-ধরে উঠবস এবং ভবিষ্যতে এ ধরণের অপকর্ম করবে না বলে অঙ্গীকার করানো হয়।
খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম লাল বলেন, স্কুলের সকল শিক্ষক ও ছাত্রীদের সামনে কানে ধরে উঠ-বস করানোতে ইব্রাহিমের চরম শিক্ষা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরণের অপকর্ম করার আগে ইব্রাহিমের শাস্তির কথাটি ভাববে।