॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী চাউল বাজারে গতকাল গতকাল ১৮ই সেপ্টেম্বর বিকেলে অভিযান পরিচালনা করে ৩জন চাল ব্যবসায়ী ৯হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানাগেছে, ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে চালের দাম বেশি রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা, চালের মজুত করার চেষ্টাসহ নানা অভিযোগে ৩জন চাল ব্যবসায়ীকে মোট ৯হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব চাল ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য না নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে চাল বাজারে রাজবাড়ীর নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সাদেকুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) সালাউদ্দিন মনজু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুন্সী মুজিবুর রহমান ও ব্যাটেলিয়ন আনসারের ৩জন সদস্য উপস্থিত ছিলেন।
অভিযান শেষে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সাদেকুর রহমান জানান, বাজারে চালের কোন ঘাটতি না থাকলেও মজুতদারদের কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে মূল্য বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। চালের দাম যৌক্তিক মাত্রায় রাখতে রাজবাড়ী জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা চান।