বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় ৫দিনের নাট্য উৎসবের সমাপ্তি

  • আপডেট সময় শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা চত্বরে ৪৫তম মহান বিজয় দিবস উপলক্ষে ‘আমরা লড়ছি অপসংস্কৃতি, অশ্লীলতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে’ শ্লোগানের মধ্য দিয়ে নাট্যালোক আয়োজিত ৫দিন ব্যাপী নাট্য উৎসব গত বুধবার রাতে সমাপ্ত হয়েছে। নাট্য উৎসবের সমাপ্তি উপলক্ষে গত বুধবার সন্ধ্যারাতে শ্রেষ্ঠ নাট্যকর্মীদের মাঝে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
নাট্যালোকের সভাপতি উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, বরিশালের সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফিউদ্দিন পাতা ও পাংশা আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নাট্যালোকের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। শেষে ‘প্রিয়ার চোখে জল’ নাটক মঞ্চায়িত হয়।
জানাযায়, স্বপন বিশ্বাস, বিষ্ণুপদ সিকদার, সঞ্জীব কুন্ডু, শামসুল আলম, হাজারী আবুল হাসিম, মুকুল কুন্ডু, চৈতন্য বসাক হিমাংশু কুন্ডু রকেট, পার্থ বাগচী, একেএম শরিফুল মোরশেদ রনজু, আজমল হোসেন জিন্নাহ, আরিফ খান, দুলাল আচার্য, দেবাশীষ কুন্ডু, মনির হোসেন, ডাঃ সমীর কুন্ডু, আব্দুল মমিন, মিজানুর রহমান মজনু, আবু দাউদ, জালাল বিশ্বাস, আলী আহসান, সুনিল বিশ্বাস, শামীম আহম্মেদ, আজাহার উদ্দিন, মোঃ মেরাফ, তুষার, জোসনা বিশ্বাস, পূরবী দত্ত, সাবিত্রী সেন ও লক্ষèী রানী নাট্য উৎসবের বিভিন্ন নাটকে অভিনয় করেন।
প্রসঙ্গত নাট্যালোকের উদ্যোগে ৫দিন ব্যাপী নাট্য উৎসবের গত ১৭ই ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকাস্থ ডিডিসি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী ও দাতা ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন ও তার সহধর্মিনী নিলুফা রফিক, রাজবাড়ী জেলার সর্বোচ্চ আয়করদাতা হিসেবে জাতীয়ভাবে সম্মাননাপ্রাপ্ত রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম, তরুণ আয়করদাতা হিসেবে জাতীয়ভাবে সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিম, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস ও জেলার সর্বোচ্চ আয়করদাতা(৬ষ্ঠবার) হিসেবে জাতীয় সম্মাননাপ্রাপ্ত উত্তম কুমার কুন্ডুকে শুভেচ্ছা সম্মাননা ক্রেস্ট এবং নাট্যালোকের প্রয়াত নাট্যকর্মী নাজির হোসেন নিলু চৌধুরী, সুনীল কুমার সাহা, অনূপ কুমার দত্ত, বিশু বাগচী, হরেকৃষ্ণ মিত্র, জগদীশ বিশ্বাস রাধু, ডাঃ সন্তোষ কুমার দে, রবীন্দ্র নাথ চূর্ণকার, ঋষিকেশ রায়, সন্তোষ বিশ্বাস, গোবিন্দ প্রসাদ কুন্ডু, মলয় কুমার শর্মা, কালিদাশ সরকার ও দিল মোহাম্মদের মরনোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!