মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে রাজবাড়ী শহরে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

॥দেবাশীষ বিশ্বাস॥ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা-নির্যাতনের প্রতিবাদে রাজবাড়ী জেলা ইমাম কমিটির আয়োজনে গতকাল ১৫ই সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা ৩টায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল এসে সমবেত হয়। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা খোন্দকার আব্দুল হালিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির, জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ অলিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন আব্বাসী, সদর উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা আব্দুল লতিফ, হাফেজ ইলিয়াস মোল্যা, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা আইযুব আনসারী, হাফেজ আলাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ওলিয়ার রহমান স্মারকলিপি পাঠ করেন।
জেলা ইমাম কমিটির উপদেষ্টা মাওলানা মোঃ আওয়াবুল্ল¬াহ ইব্রাহীম বলেন, তিনি রোহিঙ্গাদের পরিস্থিতি নিজের চোখে দেখে এসেছেন। তাদের দুর্ভোগের কোন সীমা নাই। নির্বিচারে তারা খুন, ধর্ষণের শিকার হচ্ছে। তাদেরকে দেখলেই বোঝা যায় মিয়ানমারে কি ঘটছে। তিনি মিয়ানমারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক বলেন, মিয়ানমারের সহিংসতা বিশ্ব বিবেককে হার মানিয়েছে। কিভাবে তারা এতো সাহস পায়? তিনি এই হত্যাকান্ড বন্ধ করে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখার জন্য জাতিসংঘের প্রতি অনুরোধ জানান।
ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির বলেন, বার্মা থেকে আসে ইয়াবা নামক ভয়াবহ ট্যাবলেট কিন্তু আরাকান থেকে আসে আল্ল¬াহর বান্দা। বার্মার কাছে আরাকান যদি অশান্তির কারণ হয় তবে আরাকানকে আলাদা করে রাষ্ট্র গঠন করা হোক। তিনি হত্যাকান্ড বন্ধ করে মিয়ানমারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে জাতিসংঘের প্রতি আহবান জানান।
সমাবেশ থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বলা হয়, তিনি যথাসময়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন বলেই আজ লক্ষ লক্ষ মুসলমান প্রাণে বেঁচে আছে।
সমাবেশের পূর্বে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সমবেত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে দিয়ে সমাপ্ত হয়।
এ সময় সভাপতির বক্তব্যে জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা কোন্দকার আব্দুল হালিম উপস্থিত তৌহিদী জনতা এবং নিরাপত্তায় নিয়োজিত পুলিশকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যের শেষে জেলা ইমাম কমিটির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে জাতিসংঘ, ওআইসি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের শেখ স্মারকলিপি গ্রহণ করেন। তিনি জেলা ইমাম কমিটির নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, মিয়ানমারে যেটা ঘটছে সেটা বিশ্ব বিবেককে হার মানিয়েছে। মিয়ানমারের ঘটনায় বাংলাদেশের অসাম্প্রদায়িক মানুষের উপর যাতে কোন বিরূপ প্রভাব না পড়ে সে ব্যাপারে তিনি সকলকে সচেতন থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!