॥দেবাশীষ বিশ্বাস॥ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ ৭দফা দাবীতে গতকাল ১৪ই সেপ্টেম্বর বিকেলে রাজবাড়ী শহরে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে গতকাল ১৪ই সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার বাগচী, সাধারণ সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, জজ কোর্টের পিপি এডঃ উজির আলী শেখ ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ বিভিন্ন দাবী জানান এবং মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।
হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।