বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ক্যান্সারে আক্রান্ত কিশোরী দুলিকে বাঁচাতে আপনিও এগিয়ে আসুন

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ যে বয়সে সমবসয়ীদের সাথে হেঁসে খেলে বেড়ানোর কথা ছিল দুলির। কিন্তু মাত্র ১২বছর বয়সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন চলার পথ থমকে দাঁড়িয়েছে তার। বর্তমানে নিজ বাড়ীতে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে সে। চিকিৎক জানিয়েছে উন্নত চিকিৎসা করাতে পারলে হয়তো দুলিকে বাঁচানো যেতে পারে। এ জন্য দরকার কমপক্ষে ১০লক্ষাধিক টাকা।
দুলির বাড়ী রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের লক্ষীকোল গ্রামে। সে লক্ষীকোল আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। তার বাবা মনি মন্ডল একজন হত দরিদ্র রাজ মিস্ত্রী। প্রায় দুই মাস আগে দুলির শরীরে ক্যান্সার ধরা পড়ে। দুলিকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ পর্যন্ত চিকিৎসা করাতেই তাদের দেড় লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আর এ টাকার পুরোটাই জোগাড় করতে হয়েছে ধার দেনা করে। চিকিৎসক জানিয়েছেন ভারতে উন্নত চিকিৎসা করাতে পারলেই হয়তো দুলিকে বাঁচানো যেতে পারে। এজন্য দরকার কমপক্ষে ১০লক্ষ টাকা। কিন্তু দুলির বাবা মনি মন্ডলের পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব না। কারণ বসতবাড়ীর কয়েক শতাংশ জমি ছাড়া তাদের আর কিছুই নেই। এজন্য মনি মন্ডল মেয়েকে বাঁচানোর জন্য দেশের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। সকলের একটু আর্থিক সাহায্যই বাঁচাতে পারে ৭ম শ্রেণীর ছাত্রী দুলিকে।
কিশোরী দুলির চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা ঃ সঞ্চয়ী হিসাব নং-২৫৬১৫১০০২৯৮৫১, ডাচ বাংলা ব্যাংক, রাজবাড়ী জেলা শাখা ও ডাচ বাংলা মোবাইল একাউন্ট-০১৯৯৫-১৫৪৪২৪৩। যোগাযোগ ঃ মনি মন্ডল, লক্ষèীকোল, ইউনিয়ন-দাদশী, রাজবাড়ী সদর। মোবাইল ০১৯৯৫-১৫৪৪২৪।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!