মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় মুসলিম তৌহিদ জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল॥সুচির নোবেল প্রত্যাহারের দাবী

  • আপডেট সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর মুসলিম তৌহিদ জনতার ব্যানারে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্মম হত্যাযজ্ঞ ও বর্বরোচিত নির্যাতন নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়, জুম্মার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদ থেকে ব্যানার ফেস্টুন নিয়ে মুসল্লীরা মিছিলসহকারে পাংশা পৌরসভা মাঠে জমায়েত হন। সেখান থেকে দুপুর আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পৌরসভা মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।
পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচীর অন্যতম উদ্যোক্তা পাংশা শাহ জুঁই(রাঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাঃ আবু মুসা আশয়ারীর সভাপতিত্বে সমাবেশে রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি নাসিরুল হক সাবু, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হাসান ওদুদ, হোগলাডাঙ্গী মোহাম্মাদীয়া কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ ও পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন, রায়নগর সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, পাংশা শাহ জুঁই(রাঃ) কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. মাহবুবুর রহমান ও পারভেল্লাবাড়ীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তাগণ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর অবিলম্বে নির্মম গণহত্যা ও নির্যাতন নিপীড়ন বন্ধে মিয়ানমার সরকারের উপর জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের চাপ প্রয়োগের দাবী জানান।
বক্তারা আরো বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্মম হত্যাযজ্ঞ ও বর্বরোচিত নির্যাতন নিপীড়নে আমরা চুপ থাকতে পারি না। এ ঘটনায় মানবিক বিপর্যয় ঘটছে উল্লেখ করে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে মায়ানমারের ক্ষমতাসীন নেত্রী অং সান সুচি’র নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবী জানান বক্তাগণ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!