॥গোয়ালন্দ প্রতিনিধি॥ ঈদ ফেরত যাত্রীদের সামলাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরীর সংখ্যা বাড়ানো হলেও যানবাহনের চাপ কমেনি। গতকাল ৬ই সেপ্টেম্বর দৌলতদিয়া ফেরী ঘাট থেকে যানবাহনের দীর্ঘ লাইন গোয়ালন্দ বাজার ছাড়িয়ে যায়। এতে আটকে থাকা যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। আরও ৩দিন এ ধরনের যানবাহনের চাপ থাকবে বলে কর্তৃপক্ষের ধারণা।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয় সুত্র জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ছোট-বড় ১৯টি ফেরী দিয়ে ঈদের বাড়তি যানবাহন পার করা হলেও গতকাল সকালে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুট থেকে আরও ২টি ফেরী আনা হয়। বর্তমানে এ নৌ-রুটে ছোট-বড় ২১টি ফেরী চলছে। তবে গতকাল দুপুরে শাহ আলী ও চন্দ্র মল্লিকা ফেরী ২টি যান্ত্রিক ক্রটির কারণে পাটুরিয়ায় বসিয়ে রাখা হয়। দুপুরে দেখা যায়, দৌলতদিয়া ফেরী ঘাট থেকে গাড়ীর সিরিয়াল ৫কিলোমিটার ছাড়িয়ে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড অতিক্রম করেছে।
স্ত্রী-সন্তান নিয়ে হেঁটে ঘাটে যাচ্ছিলেন ঢাকাগামী হেলাল সরদার, নজরুল শেখ ও আবুল হোসেনসহ কয়েকজন। প্রচন্ড গরমের মধ্যে সবারই নাভিশ^াস অবস্থা। আলাপকালে জানান, ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার আগেই অটোরিক্সা থেকে পুলিশ নামিয়ে দেয়। উপায় না পেয়ে প্রচন্ড রোদ ও গরমের মধ্যেই হেঁটে ঘাটে যেতে হচ্ছে। কিন্তু ছোট শিশুদের নিয়ে চরম বেকায়দায় পড়তে হয়েছে অনেককে। তাদের মতো এরকম অসংখ্য যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, গতকাল বুধবার শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটে চলাচলরত এনায়েতপুরী ও ক্যামেলিয়া নামক আরও ২টি ফেরী আসায় বর্তমানে এই নৌ-রুটে ২১টি ফেরী চলছে। এরমধ্যে ২টি ফেরী দুপুরে সাময়িকভাবে বিকল হয়ে পড়ে। তবে ফেরী ২টি খুব দ্রুত বহরে যুক্ত হবে। এ ধরণের যানবাহনের চাপ আগামী শনিবার পর্যন্ত থাকতে পারে বলে তারা মনে করছেন।