॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের শালমারা, নিশ্চিন্তপুর, এলেঙ্গাডাঙ্গী ও গড়িয়াপাড়ার ৪০৩টি পরিবার পেল পল্ল¬ী বিদ্যুতের নতুন সংযোগ।
গতকাল ৩১শে আগস্ট দুপুরে শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই পল্ল¬ী বিদ্যুতায়ন উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম।
পল্ল¬ী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মোঃ ফিরোজ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী পল্ল¬ী বিদ্যুৎ সমিতির জিএম মোঃ কামরুল ইসলাম গোলদার, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ এবং শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুন্সী শহিদুল্ল¬াহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, শেখ হাসিনা সরকার জনগণের সরকার। তিনি গরীব, মেহনতি মানুষের কথা চিন্তা করেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ স্কুলের শিক্ষার্থীদের বিনা পয়সায় লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। সরকার যা বলে তাই করে। ২০১৮ সালের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। রাস্তা-ঘাট, স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সর্বত্র উন্নয়নমূলক কাজ হচ্ছে। বিএনপি-জামাত জোট সরকারের আমলে সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছিল। এখন কৃষকরা তাদের চাহিদামত সার পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দরিদ্র মানুষের কলাণে কাজ করছে। তিনি বিদ্যুৎ বিহীন এলাকায় বিদ্যুতের নতুন সংযোগ প্রদানসহ এলাকার রাস্তা-ঘাট উন্নয়নের আশ্বাস দেন।