॥দেবাশীষ বিশ্বাস॥ সড়ক দুর্ঘটনায় নিহত রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার আব্দুল হান্নানের পরিবারবর্গকে ২লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
গতকাল ৩০শে আগস্ট বিকেল ৪টায় জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার অফিস কক্ষে নিহত হান্নানের স্ত্রী শিলা খাতুন ও মা হালিমা বেগমের হাতে পৃথকভাবে ১লক্ষ করে নগদ মোট ২লক্ষ টাকার চেক তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজিব এবং নিহত আব্দুল হান্নানের পিতা আদালত মন্ডল ও বোন ডলি খাতুন উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্র্রশাসক মোঃ শওকত আলী বলেন, এমন মৃত্যু মেনে নেওয়া সত্যি কষ্টের। আজ যে অর্থ অনুদান হিসেবে অর্থ প্রদান করা হলো তার যেন সঠিক ব্যবহার হয়। আব্দুল হান্নানের চাকরীর বয়স ১০বছর পূর্ণ না হওয়ায় তার পরিবার কোন পেনশন সুবিধা পাবেন না। তবে অন্য যে সকল অনুদান পরিবার পাবে সেগুলো যাতে তারা খুব দ্রুত পায় সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
তিনি নিহত আব্দুল হান্নানের পরিবারের উদ্দেশ্যে আরো বলেন, এই টাকাসহ অধিদপ্তর এবং মন্ত্রণালয় থেকে যে টাকা পাওয়া যাবে সেগুলো েিপাজিট করে রাখলে মাসে বেশ কিছু করে টাকা পাওয়া যাবে তাতে পরিবার চলতে পারবে। এছাড়াও তিনি নিহত আব্দুল হান্নানের বোন ডলি খাতুনের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
জেলা প্রশাসক ও তার অধীনস্ত অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) ও সহকারী কমিশনারগণ তাদের বেতন ও বোনাস থেকে প্রদত্ত টাকা দিয়ে এই অনুদান প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৩০শে জুন সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সহকারী প্রোগ্রামার আব্দুল হান্নান(৪০) নিহত হন। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সানদিয়ারার দক্ষিণমূল গ্রামের মোঃ আদালত হোসেনের ছেলে। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার হিসেবে গোয়ালন্দ উপজেলায় কর্মরত কর্মরত ছিলেন।