বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দে ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী নিয়ে মতবিনিময় সভা

  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

॥আবুল হোসেন॥ বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ উপজেলা কার্যালয়ে মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক মানবাধিকা ও আইন সহায়তা কর্মসূচীর ৩১বছর, পারিবারিক সহিংসতা, নিবন্ধন ও রেজিষ্ট্রেশন হিন্দু, মুসলিম(বিয়ে, তালাক, জন্ম, মৃত্যু), অধিকার ও সম্পদে সকলের প্রবেশগম্যতা(উল্টরাধিকার আইন), ভূমি সংক্রান্ত, ভূমি রেজিষ্ট্রেশন, নামজারী, খাজনা, খাস জমি, মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনা প্রতিরোধে ভূমিকা(এসিড নিক্ষেপ, ধর্ষণ, নারী ও শিশু পাচার ইত্যাদি) বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে আলোকপাত করেন ব্যাক ফরিদপুর অঞ্চলের প্রশিক্ষক ফ্যাসিলেটেটর এসএম বাহাউদ্দিন রুমি। এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন ব্র্যাক ফরিদপুর ও রাজবাড়ী অঞ্চলের জেলা ব্যবস্থাপক(লিগ্যাল এইড) শহীদুল ইসলাম শেখ, গোয়ালন্দ কার্যালয়ের মাঠ সমন্বয়ক মোঃ কফিল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, মাওলানা এহতেশামুল হক আব্বাসী, সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন আকতার ও লাখি আকতার প্রমূখ।
সভায় জানানো হয়, ব্র্যাক গোয়ালন্দ কার্যালয়ের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীতে এ পর্যন্ত অভিযোগ পড়েছে মোট ৫৫৪টি। এরমধ্যে চলমান রয়েছে ১১টি। তারমধ্যে স্বউদ্যোগে মিমাংসা হয়েছে ১৪৬টি, সালিশে মিমাংসা হয়েছে ১৫৬টি, ব্র্যাকের সহায়তায় মামলা (আদালতে) রয়েছে ২১টি, এসব মামলায় বাদীপক্ষ রায় পেয়েছে ৩২টি, অন্তবর্তী মিমাংসা হয়েছে ৯টি, বাতিল হয়েছে ১৬৮টি এবং বিপক্ষে রায় হয়েছে ১১টির।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!