সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে শেষ হলো দুই দিনের তথ্যমেলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলা প্রশাসনের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি(সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি’র জেলা শাখা কর্তৃক রেলওয়ে আজাদী ময়দানে আয়োজিত দুই দিনব্যাপী তথ্যমেলা গতকাল ২৩শে আগস্ট সন্ধ্যায় সমাপ্ত হয়েছে।
জেলা সনাকের সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রেবেকা খান এবং সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সনাকের লুৎফর নাহার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)’র কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বলেন, সর্বক্ষেত্রেই দুর্নীতিবাজদের চিহ্নিত করতে হবে। দুর্নীতিবাজদের মনে করতে হবে, অনেক সময় সভা-সমাবেশে ফুলেল শুভেচ্ছা পেলেও সাধারণ মানুষ কিন্তু বোঝে তারা কোন পর্যায়ের লোক।
তিনি সমাজের সর্বক্ষেত্রে মতলববাজ ও দুর্নীতিবাজদের বয়কট করার অঙ্গীকার করেন এবং রাজবাড়ীকে ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আরো বলেন, জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা পরিষদকে শতভাগ দুর্নীতিমুক্ত করেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়তে হলে অবশ্যই দুর্নীতি প্রত্যাখ্যান করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রেবেকা খান বলেন, দুর্নীতি রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। মেলায় কম সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি দেখে তিনি বলেন, আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। এখানে যদি ফ্রি সিম দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে দর্শক উপচে পড়তো। অথচ সবচেয়ে মূল্যবান বস্তু মেলায় ফ্রি দেওয়া হচ্ছে কিন্তু আমাদের এখানে আসার মানসিকতা নেই।
তিনি আরো বলেন, শুধু সরকারী কর্মকর্তা-কর্মচারীরাই দুর্নীতি করে না, সব ক্ষেত্রেই দুর্নীতি বিদ্যমান। একজন শিক্ষক যদি সময়মত বিদ্যালয়ে না যায়, তাহলে সেটাও দুর্নীতি।
সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স বলেন, তথ্য জানার বিষয়টি সর্বাগ্রে নিশ্চিত করতে হবে। সনাকের ইয়েস সদস্যরা হাসপাতালে যে সেবা প্রদান করেন, সেটা প্রশংসার দাবীদার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০০০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্রমবর্ধমানভাবে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও সে হারে জনবল বৃদ্ধি পায় নাই।
আলোচনা শেষে মেলায় অংশগ্রহণকারী স্টল এবং কুইজে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২ দিনব্যাপী এই তথ্যমেলা শেষ হয়।
মেলায় ন্যাচার সার্ভিস এসোসিয়েশন(নাসা), জেলা তথ্য অফিস, গণপূর্ত অধিদপ্তর, জেলা মৎস্য অধিদপ্তর, জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর, জেলা সমবায় অফিস, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু একাডেমী, রাজবাড়ী উন্নয়ন সংস্থা, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা ভূমি অফিস, বিআরটিএ, রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা স্বাস্থ্য বিভাগ, বন বিভাগ, জেলা প্রশাসকের কার্যালয়, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, সনাক, ব্র্যাক, জেলা ফায়ার সার্ভিস অফিস, ভলান্টারী ওয়েলফেয়ার এসোসিয়েশন, বিআরডিবি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ভিপিকেএ ফাউন্ডেশন, বাংলাদেশ রুরাল এসোসিয়েশন, কেকেএস, ধরণী সমাজ কল্যাণ সংস্থা, দরিদ্র মানব কল্যাণ সংস্থা এবং টিআইবিসহ মোট ৩৪টি স্টল অংশগ্রহণ করে। মেলায় ৩৫৮জন ব্যক্তি বিভিন্ন দপ্তরে তথ্য প্রাপ্তির আবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!