॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গতকাল ২৩শে আগস্ট বেলা পৌনে ৪টার দিকে ফরিদপুর শহরের রথখোলায় অবস্থিত পতিতপল্লীতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ লাইলী বেগম(২৭) নামের এক পতিতাকে আটক করে।
পরে তাকে ফরিদপুর কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ মল্লিক ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক) ধারায় তাকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ড ঘোষণার পর তাকে ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
দন্ডিত লাইলী বেগম পতিতাবৃত্তির পাশাপাশি মাদক ব্যবসা করে আসছিল। সে রথখোলার(শ্রীঅঙ্গন) হাসেম শেখের মেয়ে।