॥মোক্তার হোসেন॥ স্কাউট ও রোভার স্কাউটদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও সচেতন করে গড়ে তোলা এবং তাদের মাধ্যমে সমাজের সকল পর্যায়ের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় ও বাংলাদেশ স্কাউটস-এর পরিচালনায় গতকাল ২০শে ডিসেম্বর বিকালে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ৪দিন ব্যাপী পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ। স্কাউট পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস পাংশা উপজেলা শাখার সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম।
অনুষ্ঠানে পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্পের কর্মসূচী উপস্থাপনা করেন বাংলাদেশ স্কাউটস পাংশা উপজেলা শাখার কোর্স লিডার শচীনন্দন দাশ। অনুষ্ঠানে পাংশা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বছির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইমদাদুর রহমান তালুকদার ও পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম নজীব উল্লাহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।