রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বন্যা, নদী ভাঙ্গন ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য রাজবাড়ীর ৪টি উপজেলায় ১৫৬টন জিআর চালসহ ২লক্ষ টাকা বরাদ্দ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ চলমান বন্যা, নদী ভাঙ্গন ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গতকাল ১৬ই আগস্ট রাজবাড়ীর ৪টি উপজেলার (সদর, গোয়ালন্দ, পাংশা ও কালুখালী) উপজেলা নির্বাহী অফিসারদের অনুকূলে ১৫৬.৫১০ মেট্রিক টন জিআর চাল ও ২লক্ষ টাকা (জি.আর ক্যাশ) থোক হিসেবে উপ-বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৩৩.০২০ মেট্রিক টন চাল ও ১ লক্ষ টাকা, গোয়ালন্দ উপজেলায় ৭৫ মেট্রিক টন চাল ও ১লক্ষ টাকা, পাংশা উপজেলায় ১০ মেট্রিক টন চাল এবং কালুখালী উপজেলায় ৩৮.৪৯০ মেট্রিক টন চাল উপ-বরাদ্দ দেয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ১০ কেজি করে চাল অথবা নগদ ৫শত টাকা করে উপ-বরাদ্দকৃত চাল ও অর্থ বিতরণ করা হবে।
উপ-বরাদ্দকৃত চাল/টাকা সংশ্লিষ্ট ইউনিয়ন ট্যাগ অফিসারের উপস্থিতিতে ও তার তত্ত্বাবধানে মানবিক সহায়তা কর্মসূচী বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-২০১৩ ও সরকারী বিধি-বিধান পালন পূর্বক সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করাসহ বিতরণের বিষয়টি প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াকে অবহিত করতে উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!