॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার সরকার(৩৫) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।
গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাংশা শহরের একটি ক্লিনিকের সামনে থেকে নারায়নপুর কলেজপাড়া এলাকাস্থ নিজ বাড়িতে ফেরার পথে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পেছনে রাস্তার ওপর সন্ত্রাসীরা হাতুড়ী ও ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এতে শিক্ষক তপন কুমার সরকারের ডান পায়ের গোড়ালী ও বাম পায়ের হাটুর নীচে হাড় ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ফোলা জখম হয়।
ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরী বিভাগে তার প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। অবস্থার অবনতি দেখা দিলে ঘটনার রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত শিক্ষক তপন সরকারের পিতা খাগজানা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবনাথ সরকার বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৬, তাং-১৩/০৮/২০১৭, ধারাঃ ৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোর্ড। মামলায় ফারুক প্রামানিকসহ ৮জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরো ৩/৪জনকে আসামী করা হয়েছে।
থানা পুলিশ ঘটনার রাতেই সত্যজিৎপুর পালপাড়া গ্রামের ফারুক প্রামানিক, পূর্ব নারায়নপুর গ্রামের ওয়ালিদ মন্ডল ও আবু সাঈদ, পার-নারায়নপুর গ্রামের শফিকুল ইসলাম ওরফে শফিক, পার নারায়নপুর গ্রামের (স্থায়ী ঠিকানা-সাতবাড়ীয়া, থানা-সুজানগর, জেলা-পাবনা) রাকিব হাসান ওরফে অন্তর ও কুড়াপাড়া গ্রামের সোহাগ শেখ নামের ৬জনকে আটক করেছে।
এদিকে, শিক্ষক তপন কুমার সরকার সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা গতকাল ১৩ই আগস্ট দুপুর দেড়টার দিকে স্কুল থেকে বিক্ষোভ মিছিল বের করে পাংশা উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সভা করেছে।
প্রতিবাদ সভায় ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আক্তার, কালুখালী কলেজের অধ্যক্ষ এ.কে.এম জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম খান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম নজীবউল্লাহ বক্তব্য রাখেন।
বিকেল ৪টার দিকে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম নজীবউল্লাহ ও সহকারী প্রধান শিক্ষক রাশেদা খাতুন স্বাক্ষরীত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়।
স্মারকলিপিতে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার সরকারের উপর বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত পূর্বক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে।