॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে গতকাল ৪ঠা আগষ্ট ঢাকা অঞ্চলের কাবদের শাপলা কাব অ্যাওয়ার্ড ও স্কাউটদের প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের ব্যবহারিক পরীক্ষা ও সাঁতার মূল্যায়ন অনুষ্ঠিত হয়।
গত মে মাসের ২৬ তারিখে ঢাকা অঞ্চলের কাবদের শাপলা কাব অ্যাওয়ার্ড ও স্কাউটদের প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত পরীক্ষায় রাজবাড়ী জেলার ৪১জন স্কাউট ও ১০জন কাব অংশগ্রহণ করে। মোট ৫১জন পরীক্ষার্থীর মধ্যে ১৭জন পাস করে তার মধ্যে ১৪জন স্কাউট ও ৩জন কাব এই ১৭জনের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ব্যবহারিক পরীক্ষা ও সাঁতার মূল্যায়ন করেন ন্যাশনাল স্কাউট হেডকোয়াটারের পরীক্ষক সুধীর চন্দ্র বর্মন, বালিয়াকান্দি উপজেলা স্কাউটের সম্পাদক অখিল কুমার কুন্ডু, সদর উপজেলা স্কাউটের সম্পাদক সুকুমার বিশ^াস এবং সদর উপজেলা স্কাউটের কমিশনার একেএম আবু ইউসুফ খান।
এছাড়াও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার ও জেলা স্কাউটের সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, চান্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডার হরসিত কুমার ঘোষ।
সাঁতার মূল্যায়ন হয় সদর উপজেলার পুকুরে এবং ব্যবহারিক পরীক্ষায় যারা পাস করবে তার জাতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করবে।